Karnataka Election Result 2023: কর্ণাটকের শিগগাঁওয়ে বিজেপি ক্যাম্প অফিসে সাপ! বেঁচে গেলেন বাসবরাজ - শিগগাঁওয়ে বিজেপি ক্যাম্প অফিসে সাপ
🎬 Watch Now: Feature Video
আজ এমনিতেই ধাক্কা খেয়েছে কর্ণাটক বিজেপি ৷ তার উপর দিনের শুরুতে তুলকালাম কাণ্ড শিগগাঁওয়ে বিজেপির ক্যাম্প অফিসে ৷ একটি বিষধর সাপকে ঘুরে বেড়াতে দেখা যায় অফিস চত্বরে ৷ আতঙ্ক তৈরি হয় উপস্থিত মানুষদের মধ্যে ৷ শনিবার সকালে সেই সময় অফিসে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ সঙ্গে সঙ্গে সাপটিকে উদ্ধার করেন এক পুলিশ কর্মী ৷ সেটিকে ক্যাম্প অফিস থেকে করে নিয়ে যাওয়া হয় ৷
শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই ৷ তিনি 99 হাজার 73টি ভোট পেয়েছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 54.95 শতাংশ ৷ বোম্মাইয়ের প্রতিদ্বন্দ্বী ইয়াসির আহমেদ খান 63 হাজার 732 টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 35.18 শতাংশ ৷ 224টি বিধানসভা আসনের কর্ণাটক নির্বাচনে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস ৷