Siliguri DYFI Agitation: দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে পথে ডিওয়াইএফআই - ডিওয়াইএফআই
🎬 Watch Now: Feature Video
রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানাল দার্জিলিং জেলা ডিওয়াইএফআই (DYFI) ৷ এদিন সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতর পর্যন্ত মিছিল করা হয় ৷ কিন্তু, সেই মিছিল দফতর চত্বরে ঢোকার আগেই আটকে দেয় পুলিশ ৷ এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মীরা (Siliguri DYFI Agitation) ৷ অন্য়ান্য বিরোধী রাজনৈতিক দলের মতো তাঁরাও এদিনের কর্মসূচি থেকে চোর ধরো, জেল ভরো স্লোগান তোলেন ৷ শুক্রবার শিলিগুড়ির মহানন্দা নদীর সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় ৷ তা শেষ হয় মহকুমাশাসকের দফতরের বাইরে ৷ বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন সংগঠনের নেতা সচিন খাঁতি ৷ তিনি জানান, এসজেডিএ- তে 200 কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস ৷ মানুষ ঠিক মতো ব়্য়াশন পাচ্ছে না ৷ আমরা এই সবকিছুর জবাব চাই ৷ সরকার জবাব না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷ একইসঙ্গে, নানা সময়ে গ্রেফতার হওয়া বাম নেতা ও কর্মীদের নিঃশর্ত মুক্তিরও দাবি তুলেছেন ডিওয়াইএফআই সদস্যরা ৷ এদিন মোট ন'দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা ৷ মহকুমাশাসকের দফতরে সেই স্মারকলিপি জমা দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST