Sawan Somwar 2023: শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভূতনাথ মন্দিরে ভক্তদের ঢল - Shiv Puja at Bhoothnath Temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2023, 11:04 PM IST

গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাসে শিবলিঙ্গে জল নিবেদন করতে লক্ষাধিক ভক্তের ভিড় দেখা যায় বিভিন্ন মন্দির চত্বরে। আজ মাসের প্রথম সোমবার ভক্তদের ঢল নামল উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরে। কলকাতার বিভিন্ন প্রান্ত এমনকী গঙ্গার ওপার হাওড়া, হুগলি থেকেও ভক্তরা কাতারে কাতারে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে হাজির হয়েছিলেন এই মন্দির চত্বরে। প্রতি শ্রাবণেই এই ভূতনাথ মন্দির-সহ আশপাশের এলাকায় ভক্তদের ভড় উপচে পড়ে ৷ এবছরেও সেই ছবির পরিবর্তন হয়নি। সন্ধ্যা গড়াতেই জ্বলেছে রংবাহারি এলইডি লাইটের গেট। 

পাশাপাশি বহু মানুষ পসরা নিয়ে বসেছে বিকিকিনি করতে। কেউ বিক্রি করছেন খেলনা, কেউ বিক্রি করছেন মহিলাদের ব্যাগ। আবার বহু মানুষকে দেখা যাচ্ছে আগত ভক্তদের কপালে চন্দন এবং সিঁদুরের টিকা লাগিয়ে অর্থ উপার্জন করতে। এর পাশাপাশি খাবার-দাবারের স্টল তো রয়েছে। আছে প্রসাদ এবং ফুলমালা অর্থাৎ পুজোর সামগ্রী বিক্রির দোকান। সবমিলিয়ে শ্রাবণের প্রথম দিন থেকে ভক্তদের আনাগোনা লেগে থাকলেও প্রথম সোমবারে যেন ভক্তদের ভিড় উপছে পড়ল উত্তর কলকাতার গঙ্গাতীরে অবস্থিত এই বহু প্রাচীন ভূতনাথ মন্দিরে। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.