Shatrughan Sinha কেন্দ্রের নিন্দা করে পার্থ ইস্যুতে বিস্ফোরক শত্রুঘ্ন - কেন্দ্র সরকারকে যতই নিন্দা করা যায় ততই কম
🎬 Watch Now: Feature Video
দেশের সরকার যারা পরিচালনা করছে তাদের যত নিন্দা, ভর্ৎসনা করা যায় ততই কম হবে । এটা কোনও পদ্ধতি নয়, যে আপনি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর কোনও নোটিশ ছাড়াই, কোনও প্রমান ছাড়াই তাদের হয়রানি করবেন । এটা ভুল হচ্ছে । আমি এটাকে সমর্থন করি না । ইডিৎ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) । আসানসোলের রবীন্দ্র ভবনে রবিবার তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন শত্রুঘ্ন (Shatrughan Sinha comments on Partha Chatterjee arrest) ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST