Illegal Crackers Recovered: লেকটাউনে প্রায় চার টন নিষিদ্ধ শব্দবাজি-সহ ধৃত 3, অসম যাচ্ছিল ট্রাকটি - several arrested with Illegal Crackers

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:44 PM IST

কালীপুজোর আগে নাকা চেকিংয়ে ট্রাক থেকে উদ্ধার প্রায় চার টন নিষিদ্ধ শব্দবাজি ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানা এলাকার ভিআইপি রোডে ৷ জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ এবং লেকটাউন থানার পুলিশ যৌথভাবে সোমবার দুপুরে ভিআইপি রোডে নাকা চেকিং শুরু করে ৷ সেই সময় সন্দেহভাজন একটি ট্রাককে আটকায় পুলিশ। আধিকারিকরা সেই ট্রাকে তল্লাশি চালালে ভেতর থেকে উদ্ধার হয় এই চার টন নিষিদ্ধ শব্দবাজি। ট্রাক ও নিষিদ্ধ শব্দবাজি-সহ তিনজনকে আটক করে নিয়ে আসা হয় লেকটাউন থানায়। পরে তিনজনকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, ট্রাকটি চম্পাহাটি এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অসম যাচ্ছিল । ধৃত তিনজন হল ট্রাকটির মালিক, চালক ও চম্পাহাটির বাজির দোকানের মালিক।  তিনজনেই চম্পাহাটির বাসিন্দা ৷ তাদেরকে লেকটাউন থানার পুলিশ মঙ্গলবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করবে ৷ পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে ৷ ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত, তাদের হদিশ পেতে চাইছে পুলিশ ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.