বিয়ের রঙিন সাজে সৌরভ-দর্শনা, লাল বেনারসির ঐতিহ্য ,সাদা সেরওয়ানির স্নিগ্ধতায় জমজমাট বিবাহ-আসর - দর্শনার বিয়ে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 8:28 PM IST

Saurav and Darshana wedding: গায়ে হলুদে পরনে হলুদ বেনারসি, বিয়ের সন্ধ্যায় লাল বেনারসিতে দর্শনা ৷ বেনারসি জুড়ে আবার রূপোর জমাটি কাজ ৷ কনে দর্শনার সঙ্গে টেক্কা দিয়েই বর সৌরভের পরনে ছিল সাদা রঙের সাবেকি শেরওয়ানি । শুক্রবার সৌরভ-দর্শনা বিয়ের আসর এতটাই রঙিন । বর-কনের স্নিগ্ধ সাজ যে বেশ মনমুগ্ধকর, তা আর বলার অপেক্ষা রাখে না । তপসিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বিবাহ আসর টলিউডের রঙিন জুটি সৌরভ-দর্শনার ৷ 

সকাল থেকেই বাঙালি রীতি মেনে বিয়ের সব আয়োজন করা হয়েছিল দুই পরিবারের তরফে ৷ সকালে গায়ে হলুদ পর্বে সৌরভ সেজেছিলেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে । আর দর্শনা পরেছিলেন হলুদ রঙের বেনারসি। সন্ধে গড়াতেই বর-কনে ধরা দিলেন বিয়ের সাজে । দর্শনার পরনে রূপোর কাজ করা লাল বেনারসি । মাথায় টিকলি, বেশ বড় আকারের নথও পড়েছিলেন কনে দর্শনা বণিক ৷ আর সৌরভ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। হুডখোলা বিলাসবহুল গাড়িতে বিবাহ মণ্ডপে আসেন সৌরভ ৷ এই দুই সেলেব দম্পতি বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়ার আগে বেশ কিছু পোজ দিলেন ক্যামেরার সামনে ৷ বেশ কয়েকদিন ধরেই এই দুই সেলেবের বিয়ে নিয়ে উত্তাল নেট পাড়া ৷ বিয়ের কার্ড থেকে শুরু করে বিয়ের লুক  কী হবে সবই সমাজ মাধ্যমে তাঁরা আগে থেকেই পোস্ট করেছিলেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.