Lorry Overturned: নবান্নের সামনে বালিবোঝাই লরি উলটে বিপত্তি - Sand Loading Lorry Overturned

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 20, 2023, 4:57 PM IST

নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালিবোঝাই লরি উলটে বিপত্তি (Sand Loading Lorry Overturned)। সোমবার বেলার দিকে বালি ভরতি অবস্থায় লরিটি যাওয়ার সময় ভার সামলাতে না-পেরে উলটে যায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের সামনে। এই ঘটনায় কোনা এক্সপ্রেসওয়ের ওই লেনে যানজটের সৃষ্টি হয়। ঘনবসতি পূর্ণ রাস্তার উপর এভাবে লরি ওলটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়  এলাকায়। কোনা এক্সপ্রেসওয়েতে কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন। বড় ক্রেনের সাহায্যে লরিটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে আনার প্রচেষ্টা শুরু করা হয় ৷ তবে ঠিক কী কারণে লরিটি উলটে গেল, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। যদিও এই ঘটনায় লরির চালক ও খালাসি কেউ আহত হননি বলেই স্থানীয় সূত্রের খবর ৷ তবে লরিটি ওভারলোড ছিল কি না, তা খতিয়ে দেখা হবে গাড়ির রেজিস্ট্রার খতিয়ে দেখে ৷ সেইসঙ্গে লরির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ৷   

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.