Sabala Mela in Purulia: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পুরুলিয়ায় শুরু হল ‘সবলা মেলা’ - স্বনির্ভর গোষ্ঠী
🎬 Watch Now: Feature Video
আজ থেকে পুরুলিয়া জেলায় শুরু হল সবলা মেলা (Sabala Mela has Started in Purulia From Today) চলবে 13 জানুয়ারি পর্যন্ত আজ এই সবলা মেলায় উদ্বোধনে প্রশাসনিক আধিকারিকরা পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের উৎপাদিত পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন এই সবলা মেলায় আজ একটি স্টলে পণ্য বিক্রি করতে আসা শ্রীমতি বাস্কে জানিয়েছেন, সরকারি প্রশিক্ষণের পর নিজেদের উদ্যোগে বর্তমানে তাঁরা নানান জিনিসপত্র তৈরি করছেন এর ফলে তাঁদের আর্থিক সমস্যা কিছুটা হলেও কমেছে এমনকি নিজেরা সাবলীল হতে পেরেছেন
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST