River Erosion in Gosaba: নদী ভাঙনে ধুঁকছে খেয়াঘাট, দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা - কংক্রিটে জেটিঘাট
🎬 Watch Now: Feature Video
Published : Nov 8, 2023, 1:31 PM IST
|Updated : Nov 8, 2023, 1:46 PM IST
গোসাবা ব্লকের অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাট ও জেটি সংলগ্ন এলাকা ক্রমশ নদীর ভাঙনে চলে যেতে বসেছে। সুন্দরবন উন্নয়ন দফতরের তৈরি কংক্রিটে জেটিঘাটের একাংশ ইতিমধ্যেই নদীগর্ভে চলেও গিয়েছে। সেই অবস্থার মধ্যে আবার নতুন করে জেটিঘাট সংলগ্ন গোমর নদীর যে চর রয়েছে তার একটা বড় অংশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।
সেই কারণে জেটিঘাট-সহ সংলগ্ন যে সমস্ত দোকানগুলি রয়েছে তা যে কোনও মুহূর্তেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দাদের। তবে সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দীপাঞ্চলের বাসিন্দাদের। কারণ, জটিরামপুর খেয়াঘাট দিয়েই গোসাবা ব্লকের রাঙাবেলিয়া, গোসাবা, সাতজেলিয়া, লাহিড়িপুর-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরকে নিত্যদিনই যাতায়াত করতে হয় রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে।
জেটি ঘাটের একাংশ ভেঙে পড়লেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে জেটি মেরামতের কোনও তৎপরতা দেখা যায়নি। যদিও এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশেপাশের প্রায় 10-12টি গ্রামের বসবাস। এই খেয়াঘাট ও জেটির উপর ভরসা করেই স্কুল-কলেজ-হাসপাতালে যান মানুষ। সেই রাস্তা না-থাকলে কী করবেন তা ভেবে উঠতে পারছেন না তাঁরা। দিনের পর দিন নদী ভাঙন বাড়তে থাকায় তাঁরা আশঙ্কা করেছেন অন্যকিছুর মতো এই খেয়াঘাটটি কি নদীর গ্রাসে চলে যাবে?