Rath Yatra 2022: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর - ইসকন মন্দির
🎬 Watch Now: Feature Video
করোনা অতিমারির (Corona Pandemic) জেরে গত দু'বছর ধরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) ইসকন মন্দিরে (ISKCON Temple) রথযাত্রার উৎসব পালনে ভাটা পড়ে ৷ কিন্তু, এ বার সংক্রমণে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে ৷ তাই শুক্রবার সাড়ম্বরেই পালিত হল রথযাত্রা (Rath Yatra 2022) ৷ তাতে সামিল হতে এ দিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল নামে ৷ মৃদঙ্গ, করতাল বাজিয়ে প্রবল উৎসাহ, উদ্দীপনার সঙ্গে প্রথা মেনে মন্দির থেকে প্রথমে সুদর্শনকে রথে চড়ানো হয় ৷ তারপর একে একে রথে ওঠানো হয় বলভদ্র এবং সুভদ্রাকে ৷ সব শেষে পুরোহিতদের কাঁধে চড়ে রথে ওঠেন জগন্নাথ ৷ ইসকনের এই রথযাত্রাকে কেন্দ্র করে গোটা শহর মেতে ওঠে উৎসবের আমেজে ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST