thumbnail

By

Published : Aug 11, 2022, 10:41 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ETV Bharat / Videos

Rakhi Bandhan: সম্প্রীতির বার্তা রাখিতে, সংখ্যালঘু মহিলাকে রক্ত দিলেন হিন্দু ভাই

নূপুর শর্মার বক্তব্যে দেশ এক সময়ে উত্তাল হলেও আবারও ফিরেছে সম্প্রীতি(Rakhi Bandhan in Ghatal)৷ এটাই ভারতবর্ষ ৷ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করে হিন্দু-মুসলিমকে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন ৷ আজ ঘাঁটাল মহকুমা হাসপাতালে একখণ্ড সেই চিত্র দেখা গেল ৷ ‘O‘ নেগেটিভ গ্রুপের রক্ত না-পাওয়ায় সমস্যায় পড়েছিল ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার । এমনকী ব্লাড ব্যাংকের সন্ধান করেও রক্ত মেলেনি । সেই রোগীকেই রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন অরুণ শাসমল ৷ পরিবর্তে ধন্যবাদ নয় তাঁর হাতে রাখি বেঁধে সম্প্রীতির বার্তা দিলেন ওই রোগীর পরিবার ৷ রক্তদাতাকে অভিনন্দন জানাতে ঘাটাল হাসপাতালে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.