Puja Bonus: শ্রমিক আন্দোলন জয়, বোনাস দিতে রাজি দুর্গাপুর ইস্পাত কারখানা - পুজোর বোনাস
🎬 Watch Now: Feature Video
লাগাতার যৌথ আন্দোলনের পর আলোর উৎসবের আগে বোনাস (Puja Bonus) নিয়ে সমস্যার সমাধান হওয়ায় বুধবার উৎসবের আমেজ দুর্গাপুর ইস্পাত নগরী জুড়ে। চার দফায় পুজোর বোনাস নিয়ে আলোচনার পর অবশেষে ঐক্যমত দুর্গাপুর ইস্পাত কারখানা (Durgapur steel factory) ও শ্রমিক সংগঠনগুলি ৷ মঙ্গলবার সকাল থেকে সেইল কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে দফায় দফায় আলোচনার হয় ৷ এরপর শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয় কর্তৃপক্ষ । শ্রমিক সংগঠনগুলি সূত্রে জানা গিয়েছে, স্থায়ী শ্রমিকেরা বোনাস হিসাবে পাবেন 40 হাজার 500 টাকা । তবে তার মধ্যে এখন দেওয়া হবে 31 হাজার টাকা এবং বাকি 9 হাজার 500 টাকা দেওয়া হবে এই অর্থ বর্ষের মধ্যেই । ট্রেনিরা এখন বোনাস বাবদ পাবেন 27 হাজার 750 টাকা এবং বাকি 5 হাজার 250 টাকা দেওয়া হবে এই অর্থ বর্ষের মধ্যেই ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST