Vande Bharat: বন্দে ভারতের স্টপেজের দাবিতে নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ - Vande Bharat
🎬 Watch Now: Feature Video
ফের বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নিয়ে বিক্ষোভ ৷ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে মঙ্গলবার নিউ কোচবিহার রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার জেলা তৃণমূল । এদিন তারা প্রথমে নিউ কোচবিহার রেলস্টেশনের বাইরে বিক্ষোভ কর্মসূচি করে । এই বিক্ষোভে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ জেলার অন্যান্য নেতারা । এরপর তারা রেলস্টেশনে প্রতিবাদ মিছিল করে । পরে ধুবড়িগামী ডিএমইউ ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব । মঙ্গলবার সকাল এগারোটা থেকে এই কর্মসূচি শুরু হয় । এরপরেও বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতারা ।
প্রসঙ্গত, আগামী 25 ফেব্রুয়ারি নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে । প্রথম স্টপেজের তালিকায় নিউ গিতালদহ স্টেশনের নাম থাকলেও পরবর্তীতে নিউ কোচবিহার স্টেশনের পরিবর্তে নিউ আলিপুরদুয়ার করা হয় । আর এতেই ক্ষোভ দেখা দেয় কোচবিহার জেলার বাসিন্দাদের মধ্যে । তাঁদের বক্তব্য, নিউ আলিপুরদুয়ারের চেয়ে নিউ কোচবিহার স্টেশন অনেক বড় । বিষয়টি নিয়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করে তৃণমূল । এরপরই মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশনে বিক্ষোভ দেখায় কোচবিহার জেলা তৃণমূল । যদিও কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, কোনও কারণে নিউ কোচবিহার স্টেশনের নাম হয়তো বাদ গিয়েছে । চূড়ান্ত তালিকায় নিউ কোচবিহারের নাম থাকবে ।