President Droupadi Murmu Boards Sukhoi: প্রথম উড়ান! তেজপুরে যুদ্ধবিমান সুখোইতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু - President Droupadi Murmu Assam Tezpur News
🎬 Watch Now: Feature Video
আজ দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন ৷ অন্য ভূমিকায় দেখা গেল ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধবিমানে সওয়ার হলেন ৷ শনিবার সকালে তিনি অসমের তেজপুরে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন ৷ বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে অভর্থ্যনা জানাতে হাজির ছিলেন এয়ারমার্শাল এসপি ধড়কড়, অসমের রাজ্যপাল গুলাব চন্দ কাটারিয়া ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয় ৷ এরপর তিনি যুদ্ধবিমানে বসার উপযুক্ত পোশাক পরেন ৷ বায়ুসেনার টুপি, স্যুট পরে রীতিমতো রণসজ্জার চেহারায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
এরপর ভারতীয় বায়ুসেনা ঘাঁটি থেকে তিনি যুদ্ধবিমান সুখোইতে সহচালকের আসনে বসেন ৷ বায়ুসেনার ঘাঁটি থেকে রাষ্ট্রপতি যুদ্ধবিমান সুখোই এমকে30-তে আকাশে উড়লেন ৷ যুদ্ধবিমানে এটাই তাঁর প্রথম যাত্রা ৷ তাঁর চালক হিসেবে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার তিওয়ারি ৷ প্রায় আধ ঘণ্টা যুদ্ধবিমান সুখোই নিয়ে আকাশে কাটালেন দেশের প্রথম নাগরিক ৷ ব্রহ্মপুত্র এবং তেজপুর উপত্যকা দেখে ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতে ফিরে আসেন ৷ প্রসঙ্গত, পদমর্যাদা বলে রাষ্ট্রপতি ভারতীয় বায়ু সেনার সুপ্রিম কম্যান্ডার ৷ আজ থেকে তিন দিনের সফরে অসমে গিয়েছেন রাষ্ট্রপতি ৷