Police in Blunderland Book: 'পুলিশও মানুষ, নিজেদের যন্ত্রণাও লুকিয়ে রাখেন', জানালেন প্রাক্তন এডিজি বিভূতি দাস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 10:13 PM IST

Updated : Sep 1, 2023, 10:22 PM IST

পুলিশও মানুষ। তাঁদের মধ্যেও রয়েছে মমতা ও স্নেহ। লুকিয়ে রয়েছে একাধিক অজানা যন্ত্রণা। যেহেতু তাঁদের কাঁধে রয়েছে দেশ বা রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব ৷ ফলে কখনও কখনও হতে হয় শক্ত। আবার কখনও একপ্রকার অমানবিক। পুলিশ দিবসের দিনে তাঁদেরই সাহসিকতা তুলে ধরা হল বই প্রকাশের মধ্য দিয়ে ৷ সল্টলেকে একটি কফিশপে প্রকাশিত করা হয়েছে 'পুলিশ ইন ব্লান্ডারল্যান্ড' নামে একটি বই ৷ একাধিক হাড়হিম করা হত্যাকাণ্ড, নানান অপরাধের ঘটনা এবং পুলিশের গাফিলতি ও দায়িত্বকে কেন্দ্র করে বই লিখলেন 1987 ব্যাচের আইপিএস, প্রাক্তন এডিজি বিভূতি দাস। এদিন তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি এই বইয়ের মাধ্যমে পুলিশের একাধিক গাফিলতি এবং দায়িত্বের কথা বলতে চাইলেও, আরও বেশি করে বলতে চেয়েছি যে পুলিশ কেন এই গাফিলতিগুলো করে। পুলিশকে সাধারণ মানুষ কেন ভয়ের চোখে দেখেন? পুলিশ আইনের রক্ষক। আর আইনের শাসন ঠিকভাবে রাখার জন্য মাঝে মধ্যে পুলিশকে শক্ত হাতে হাল ধরতে হয়। কিন্তু এই বইয়ের মাধ্যমে সুন্দর ভাবে বোঝানো হয়েছে যে পুলিশও কিন্তু মানুষ। সাধারণ মানুষের মতই একজন মানুষ।" এছাড়াও এই বইয়ে রয়েছে দেশের একাধিক শহরে ঘটে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ অপরাধের গল্প এবং সেই ঘটনার কিনারা কীভাবে হয়েছে তাও লেখা হয়েছে বইতে ৷

Last Updated : Sep 1, 2023, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.