Fake Call Center Case: ভুয়ো কল সেন্টার মামলায় হদিশ আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টের
🎬 Watch Now: Feature Video
ভুয়ো কল সেন্টার মামলায় (Fake Call Center Case) 13 মার্চ দুই ভাইকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ ৷ তাদের নিয়ে বৃহস্পতিবার তল্লাশি চালানো হয় ৷ যে ভাড়া বাড়িতে থাকত তারা সেখানে পুলিশ হানা দেয় ৷ তারপরেই নিউটাউনের এই ভুয়ো কল সেন্টার মামলায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে ৷ সূত্রের খবর, সল্টলেকের এজি 22 নম্বর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রচুর ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে । এর পাশাপাশি অভিযুক্তদের আমেরিকাতেও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে । আমেরিকাতেও এজেন্ট রয়েছে তাদের ৷ যারা সেখানকার তথ্য পাঠাত এদের কাছে ৷ এর মাধ্যমে তারা লোনের জন্য আপ্ল্যাই করত । এই বাড়ি থেকে একটি টাকা গোনার মেশিনও উদ্ধার হয়েছে । সেক্ষেত্রে পুলিশ মনে করছে, এই বাড়িতে বসেই প্রতারণার টাকা গোনা হত । এর পাশাপাশি হাওলার নথিও পাওয়া গিয়েছে । শুধু তাই নয়, এদের দুবাইতে ও রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে । সেখানে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে । নিউটাউন থানা একই মামলায় এর আগে 8 মার্চ দুই ভাইকে গ্রেফতার করেছিল ৷ তারপর জামিন পেয়েই প্রায় দু'কোটি টাকা দুবাইতে ট্রান্সফার করে তারা বলে পুলিশ সূত্রে খবর । সেই তথ্যও হাতে পেয়েছে বর্তমানে মামলার তদন্ত চলাকালীন বিধাননগর পূর্ব থানার পুলিশ ।