Police DYFI Clash: বাম যুব সংগঠনের কর্মসূচিতে রণক্ষেত্র বহরমপুর ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন
🎬 Watch Now: Feature Video
আন্দোলনে নেমে ফের পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়াল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (Democratic Youth Federation of India) বা ডিওয়াইএফআই (Police DYFI Clash) ৷ সোমবার বাম যুব সংগঠনের একটি কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের বহরমপুর (Berhampore) ৷ বেকারদের চাকরির দাবিতে এদিন পথে নামে বাম যুব সংগঠন ৷ একইসঙ্গে, লালগোলার বাসিন্দা, চাকরিপ্রার্থী আবদুর রহমানের মৃত্যুর তদন্তেরও দাবি তোলা হয় ৷ এইসব দাবিকে সামনে রেখে এদিন পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন ডিওয়াএফআই সদস্যরা ৷ কিন্তু, পুলিশ সুপার সেই স্মারকলিপি নিতে অস্বীকার করেন বলে অভিযোগ ৷ এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন ডিওয়াইএফআই সদস্যরা ৷ পুলিশের সঙ্গে বিবাদ ও ধস্তাধস্তিতে জড়ান তাঁরা ৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST