ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির, দেখুন ভিডিয়ো - Prime Minister of India
🎬 Watch Now: Feature Video
Published : Nov 25, 2023, 5:47 PM IST
Modi Takes Sortie on Tejas: ভারতে তৈরি যুদ্ধবিমানে চড়ে আকাশপথে উড়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বেঙ্গালুরুতে শনিবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাইট পরিদর্শনের সময় তেজস যুদ্ধবিমানে চড়লেন প্রধানমন্ত্রী মোদি ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল ৷ প্রধানমন্ত্রী এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "সফলভাবে তেজসে উড়ান সম্পন্ন হয়েছে ৷ অবিশ্বাস্য অভিজ্ঞতা সঞ্চয় করেছি ৷ আমাদের দেশের শিল্পক্ষমতার প্রতি আস্থা আরও বেড়ে গেল ৷ জাতীয় সম্ভাবনার দিক থেকে নতুন গর্ব ও আশার সঞ্চার ঘটিয়েছে ৷" ভারতের এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী যুদ্ধবিমানে প্রধানমন্ত্রীর প্রথম যাত্রার প্রস্তুতির তদারকি করার জন্য ছিলেন ঘটনাস্থলে ৷ বায়ুসেনার অন্যতম হাতিয়ার যুদ্ধবিমান তেজস এদিন আকাশপথে উড়িয়েছেন ক্যাপ্টেন দেবাঞ্জন মণ্ডল ৷ ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি 12টি উন্নত Su-30MKI যুদ্ধবিমান কেনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন হ্যাল-কে একটি টেন্ডার দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আগামিদিনে ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরশীল অস্ত্র হয়ে উঠবে তেজস যুদ্ধবিমান ৷ আগামী ফেব্রুয়ারি থেকে তেজস এমকে-1এ সিরিজের যুদ্ধবিমান হাতে পাবে বায়ুসেনা।