Mahashivratri 2023: মহা শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের ঢল তারকেশ্বর মন্দিরে
🎬 Watch Now: Feature Video
শিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই তারকেশ্বরে চলল বিশেষ পুজো অর্চনা (Mahashivratri 2023)। প্রথম পহরের পুজো শুরু হয় সন্ধ্যা 6টা 30মিনিট থেকে ৷ এরপর পর্যায়ক্রমে বাকি তিন প্রহরের পুজো হবে নিয়মানুয়ায়ী (pilgrims gathered at Tarkeshwar shiv mandir)। স্কন্দ পুরাণ অনুযায়ী আজকের দিনে শিব-পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। শিবরাত্রি নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে ৷ যেমন স্কন্দ পুরাণ থেকে জানা যায় যে, বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে একসময় যুদ্ধ লাগে যে, তাদের মধ্যে কে বড়। যখন এই নিয়ে যুদ্ধ আসন্ন, সে সময় দু'জনের সামনে জ্যোতির্লিঙ্গ রূপে সামনে আসেন মহাদেব। সেই জ্যোতির্লিঙ্গ থেকে দৈব বাণী ভেসে আসে যে, আদি অন্ত যে খুঁজে পাবে সেই বড় । যেদিন এই জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিল সেই দিনকেই 'শিবরাত্রি' দিন বলা হয় । অন্যদিকে শিবমহাপুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব। কালকূট পান করার পর সমস্ত দেবতারা সারা রাত জেগে মহাদেবকে জাগিয়ে রেখেছিলেন ৷ সেই দিনটিকেই 'শিবরাত্রি' বলা হয় বা পালন করা হয়। পুরাণে নানা কথা থাকলেও ভক্তরা তাদের পরিবারের শান্তি ও মঙ্গল কামনায় তারকেশ্বরের তারকনাথকে ভক্তি সঙ্গে পুজো করে আসছেন। পুরুষ-মহিলা নির্বিশেষে শিবরাত্রী ব্রত পালন করেন। সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা দিয়ে তাদের মনস্কামনা জানান ভক্তরা । চর্তুদশী উপলক্ষ্যে এদিন তারকেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷