Purulia Train Accident: ট্রেন থেকে পড়েও প্রাণে রক্ষা মাঝবয়সি ব্যক্তির, ভাইরাল পুরুলিয়া স্টেশনের ভিডিয়ো - চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় শিকার এক ব্যক্তি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 27, 2023, 5:30 PM IST

Updated : Apr 27, 2023, 5:48 PM IST

রাখে হরি মারে কে ! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পুরুলিয়া স্টেশনে দুর্ঘটনায় শিকার 47 বছর বয়সি এক ব্যক্তি ৷ পা ফসকে পড়ে তিনি আটকে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে ৷ সেই অবস্থাতেই ট্রেনটি এগিয়ে যান অনেকটা ৷ কিন্তু তারপরেও বেঁচে যান ওই ব্যক্তি ৷ ভাইরাল দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 10টা 15 মিনিট নাগাদ, পুরুলিয়ার তিন নম্বর প্ল্যাটফর্মে ৷ ঘটনাস্থলে থাকা আরপিএফ পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, টাটা থেকে দানাপুরগামী একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে গুরুতর জখম হয়েছেন মহম্মদ সাজিদ নামে এক ব্যক্তি ৷ তিনি জামশেদপুর থেকে আসানসোলে যাচ্ছিলেন। সকাল সোয়া দশটা নাগাদ পুরুলিয়া রেলস্টেশনে ট্রেন থামলে, বিস্কুট কেনার জন্য স্টেশনে নেমেছিলেন ওই ব্যক্তি ৷ তারমধ্যেই সময় মতো ছেড়ে দেয় ট্রেন ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এরপর দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন মহম্মদ সাজিদ ৷ কিন্তু আচমকাই তিনি পড়ে যান ৷ আটকে যান প্ল্য়াটফর্ম ও ট্রেনের মাঝখানে ৷ ওই অবস্থাতেই প্রায় 50 মিটার ট্রেনটি টেনে নিয়ে যায় তাঁকে। এই ঘটনা দেখে তৎপরতার সঙ্গে এগিয়ে আসেন কর্তব্যরত আরপিএফ-এর পুলিশ কর্মী ও অনান্য যাত্রীরা ৷ এরপর তাঁকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সুস্থ আছেন মহম্মদ সাজিদ ৷

Last Updated : Apr 27, 2023, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.