Slogan Against Kalighater Kaku: কালীঘাটের কাকুকে ঘিরে জোকা হাসপাতালে 'চোর চোর' স্লোগান - Slogan Against Kalighater Kaku
🎬 Watch Now: Feature Video
জোকা ইএসআই হাসপাতালে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখে উঠল 'চোর...চোর' স্লোগান ৷ বুধবার আদালতে তোলার আগে তাঁকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে এসেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ স্বাস্থ্য পরীক্ষা সেরে আদালতের উদ্দেশে যাওয়ার সময়ই গেটের সামনে এই স্লোগান দেয় হাসপাতালে উপস্থিত রোগীদের পরিবার ৷ তাদের দাবি, বাড়ির ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না ৷ আর এত টাকার দুর্নীতি ধরা পড়ছে ৷ তাই ক্ষোভ উগড়ে দিলাম চোর বলে ৷ উল্লেখ্য, এর আগে অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁদেরও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে এলে একইভাবে চোর স্লোগান ওঠে ৷
প্রসঙ্গত, ইডির তদন্তকারী আধিকারিকরা বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে এসে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে । বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে । পুরো বাড়িতে চিরুনি তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা । এর পাশাপাশি তাঁর বাড়ি থেকে হার্ডডিক্স ও ফোন বাজেয়াপ্ত করে নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা । মঙ্গলবার ফের ইডির দফতরে হাজিরা দিতে আসায় প্রায় 12 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি ৷