সৈকতে জগন্নাথ দেব, দেশবাসীকে বর্ষবরণের শুভেচ্ছা বালুশিল্পীর - Sudarsan Pattnaik
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 1:31 PM IST
New Year Wishes by Sudarsan Pattnaik: বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে দেশবাসী ৷ নতুন বছরে সকলকে শুভকামনা জানিয়ে পুরীর সৈকতে তৈরি হল জগন্নাথ দেবের বালু ভাস্কর্য ৷ এ ভাবেই দেশবাসীকে ইংরেজি নববর্ষ 2024-এর শুভেচ্ছা জানিয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ পুরীর সৈকতে 25 ফুটের একটি বালুর ভাস্কর্য তৈরি করেছেন তিনি ৷ এই কাজে তাঁকে সাহায্য করেছেন তাঁর ছাত্ররা ৷ বালি দিয়ে তৈরি জগন্নাথ দেবের মূর্তিকে তিনি সাজিয়েছেন কয়েক হাজার ফুল দিয়ে ৷
নতুন বছর প্রভু জগন্নাথ দেবের আর্শীবাদ নিয়ে শুরু করতে পর্যটকেরা উপস্থিত হয়েছেন পুরীতে ৷ শিল্পীর তৈরি ভাস্কর্য দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ে সৈকতে ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বালু শিল্পী বলেন, "নববর্ষের সময় পর্যটকরা সৈকতে ভিড় জমান ৷ তাঁরা মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শনের পর সৈকতে এসে মহাপ্রভুর মূর্তি দেখতে পাবেন ৷ 2024 সালে সকলের সুখ-সমৃদ্ধি ও শুভ কামনা করেছি প্রভুর কাছে ৷" যে কোনও অনুষ্ঠানে সৈকতে ভাস্কর্য ফুটিয়ে তোলেন শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ ইরেজি নববর্ষেও সেই ধারাই বজায় রাখলেন তিনি ৷