Mohun Bagan Day: ঝাড়গ্রামে পালিত হল 'মোহন বাগান দিবস' - Mohun Bagan Day
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রামে পালিত হল 'মোহন বাগান দিবস' (Mohun Bagan Day)। 1911 সালের 29 জুলাই ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে খালি পায়ে খেলে হারিয়েছিল মোহনবাগান ফুটবলরা ৷ তারপর থেকেই এই দিনটি পালন করে আসছেন মোহনবাগান ফুটবল ক্লাবের সমর্থকরা ৷ প্রতি বছরের মতো এই বছরও ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে মোহনবাগানের জয়ের ট্রফির প্রতিকৃতিতে মাল্যদান করেন বাগানের সমর্থকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST