Md Salim on Panchayat Election: সামনেই পঞ্চায়েত নির্বাচন! দলীয় সংগঠনকে শক্তিশালী করতে উত্তরবঙ্গে সেলিম - বিরোধী শক্তিকে জোটবদ্ধ করতে চান সেলিম
🎬 Watch Now: Feature Video
'মুখ্যমন্ত্রী এখন নিজের ছায়াকে ভয় পাচ্ছেন, নিজের অতীত, দল আর শেষে ভাইপোকে ভয় পাচ্ছেন।' রবিবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বিকেলে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি (Mohammed Salim in Siliguri)। মূলত পঞ্চায়েত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সিপিএম। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে দলের অবস্থান কী হবে, তাই নিয়ে আলোচনা করার কথা রয়েছে মহম্মদ সেলিমের। সেলিম জানিয়েছেন, আগে সিপিএম, তারপর ধাপে ধাপে বামফ্রন্ট, বামফ্রন্ট সহযোগী ও সবশেষে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আলোচনা করে বিরোধী শক্তিকে সংঘবদ্ধ করা হবে। তবে এদিন নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর পক্ষে সওয়াল তুলে রাজ্য সরকারকে দুষেছেন মহম্মদ সেলিম।