Mob-Police Clash: শিল্প তালুক নির্মাণ ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, গ্রেফতার 13 - জনতা পুলিশ খণ্ডযুদ্ধ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 11:05 PM IST

পুরুলিয়ার জয়পুর থানা এলাকার আঘরপুরে শনিবার একটি শিল্প তালুক নির্মাণের কাজ ঘিরে জনতা-পুলিশ সংঘর্ষ। এলাকাবাসীর দাবি বাসিন্দাদের একাংশ নির্মাণ কাজে বাধা দিলে পুলিশের সঙ্গে অশান্তি বাধে। স্থানীয় কয়েকজন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ পুলিশের। ঘটনায় এক মহিলা কনস্টেবল-সহ তিন পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন গ্রামবাসী আহত হন বলে জানা গিয়েছে । পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ।

গ্রামবাসীদের দাবি, ওই এলাকায় তারা শিল্প তালুক গড়তে দিতে চান না । কারণ ওই এলাকাটি পর্যটনস্থল ৷ এলাকাবাসীদের একমাত্র গো-চারণ ভূমি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসীর দাবি, "এই এলাকাটি একটি পর্যটন স্থল এখানে দেবী চণ্ডীর মন্দির রয়েছে, ফি-বছর মেলা বসে । এখানে এই  নির্মাণ কাজ করা হলে জায়গাটির সুন্দরতা নষ্ট হবে । "জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, " তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 13জনকে গ্রেফতার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.