গঙ্গাসাগর মেলা শেষে সৈকত সাফাইয়ে নামলেন রাজ্যের পাঁচ মন্ত্রী - Clean Sagar Beach

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 3:37 PM IST

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার শেষে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন রাজ্যের পাঁচ মন্ত্রী ৷ মেলা শেষ হতে না-হতেই সৈকতে প্রশাসনের উদ্যোগে চলল সাফাই অভিযান ৷ গত এক সপ্তাহ ধরে চলা গঙ্গসাগর মেলা শেষ হয়েছে গতকাল অর্থাৎ সোমবার ৷ মকর সংক্রান্তিতে সাগরে পুণ্যস্নানের মধ্যে সাগর মেলার সমাপ্তি হয়েছে ৷ যেখানে প্রায় 1 কোটি 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন ৷ এই বিশাল সংখ্যক জনসমাগমের জেরে সৈকতে আবর্জনার স্তূপ জমবে, সেটাই স্বাভাবিক ৷ তাই মেলা শেষ হতেই রাজ্য পাঁচ মন্ত্রী ঝাড়ু হাতে নেমে পড়লেন সৈকত ও কপিলমুনির আশ্রম প্রাঙ্গণ পরিষ্কারের কাজে ৷

মঙ্গলবার মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী এবং সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামেন ৷ ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক এবং সাগর ব্লকের আধিকারিকরা ৷ উল্লেখ্য, এ বছরের গঙ্গাসাগর মেলা ছিল প্লাস্টিক মুক্ত ৷ সেই কারণে মেলায় বসা দোকানগুলি থেকে গ্রাহকদের কোনওরকম প্লাস্টিকের ব্যাগ দেওয়া হয়নি ৷ বরং, সরকারের তরফে দোকানদারদের কাগজের ব্যাগ দেওয়া হয়েছিল ৷ সেই সঙ্গে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সাগর মেলায় পরিবেশ রক্ষার কাজ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.