Migrant Worker Died: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল সরকারি বাস, পিষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের - মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের
🎬 Watch Now: Feature Video
Published : Aug 26, 2023, 4:18 PM IST
নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার একটি বাস । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের ৷ আহত হয়েছেন বাসের চালক-সহ বেশ কয়েকজন । শনিবার সকালে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের গারোপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতের নাম মুফিজুল হক ।
জানা গিয়েছে, ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি অটো এদিন নিউ কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল ৷ গারোপাড়া এলাকায় ওই অটো থেকে রাস্তায় পড়ে যান চালকের পাশে থাকা এক পরিযায়ী শ্রমিক। সেইসময় দিনহাটাগামী সরকারি বাসটি ওই শ্রমিককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই পরিযায়ী শ্রমিক গুরুতর আহত হন। এরপর তাঁকে কোচবিহার মহারাজা জ্যোতিন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মুফিজুল হকের । মৃত শ্রমিক দিনহাটার বাসিন্দা ৷ ঘটনার প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, "ভিনরাজ্যে কাজ করে ওরা ফিরছিল । অটোয় চড়ে নিউ কোচবিহার থেকে দিনহাটায় যাচ্ছিল। মফিজুল সম্ভবত অটো চালকের পাশে বসেছিল । ঘুমের ঘোরে অটো থেকে রাস্তায় পড়ে যায় ৷ তার উপর বাসের পিছনের চাকাটি উঠে পড়ে ৷" দুর্ঘটনার পর বেশকিছুক্ষন দিনহাটা - কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।