Janmashtami 2023: জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোর মালায় সেজে উঠেছে মথুরা, দেখুন ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
নাড়ু গোপাল তথা কৃষ্ণের জন্মদিনে সেজে উঠেছে জন্মভূমি মথুরা ৷ পাশাপাশি, সেজে উঠেছে বৃন্দাবন, দ্বারকার বিভিন্ন মন্দিরও ৷ জন্মাষ্টমী উপলক্ষ্যে বেশ কয়েকদিন ধরেই সাজ সাজ রব মথুরাজুড়ে ৷ প্রাণের উৎসবে মেতে উঠতে অপেক্ষা কয়েকঘণ্টার ৷ বুধ ও বৃহস্পতিবার পালিত হবে জন্মাষ্টমী ৷ এই উপলক্ষ্যে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে নানা সাইজের নাড়ু গোপালের মূর্তি ৷ কৃষ্ণের পছন্দের রঙবেরঙের জামা ঢেলে সাজিয়ে রেখেছেন দোকানিরা ৷
এইদিন তাঁরা জানান, এই সময়টা তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ সকাল থেকে রাত ক্রেতাদের ভিড় থাকে ৷ অন্যদিকে, মন্দিরগুলিও ফুল ও আলোর মালায় সেজে উঠেছে ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবকরা মথুরাকে আরও সুন্দর করে তুলতে বিশেষভাবে নজর দিয়েছেন ৷ একদিকে যেমন মন্দিরচত্বর গুলিতে মিউজিক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তেমনি দর্শনার্থীরা যাতে ঠিক মতো পুজো দিতে পারেন, শ্রীকৃষ্ণের ভোগ পান, সেইদিকেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা ৷ এই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন কৃষ্ণের দর্শন করতে ৷ ভোর থেকে শুরু হয়ে যায় পুজো ৷ সেই পুজোয় অংশগ্রহণ করতে অনেক দর্শনার্থী আগে থেকেই পৌঁছে গিয়েছেন মথুরায় ৷ তাঁদের থাকার জন্যও বিভিন্ন ধর্মশালায় থাকার পৃথক ব্যবস্থা করা হয়েছে ৷