Minister Pradip Mazumdar: সাধারণ মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের কোনও দায়বদ্ধতা নেই, বললেন মন্ত্রী প্রদীপ মজুমদার - মলয় ঘটক
🎬 Watch Now: Feature Video
সাধারণ মানুষের প্রতি কোনও দায়বদ্ধতা নেই কেন্দ্রীয় সরকারের (TMC Meeting in Durgapur)। তাই সরকারি প্রকল্প কীভাবে আটকানো যায় সেজন্যই আসছে কেন্দ্রীয় দল । রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের জেলা কার্যালয়ে 'সুরক্ষা কবজ' কর্মসূচিতে উপস্থিত হয়ে একথাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (mamata banerjees minister slams bjp in durgapur) ৷ আবাস যোজনা নিয়ে এভাবেই কেন্দ্রকে একহাত নিলেন তিনি (Pradip Mazumdar) ৷ এ প্রসঙ্গে তিনি জানান, 2018 সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকা ছাদ দেওয়ার কথা । 4 বছর পরে যারা অনুপযুক্ত তাদের নাম বাদ দেওয়া হয়েছে । যারা উপযুক্ত তাদের বাড়ি দেওয়া হচ্ছে না সেজন্যই আন্দোলন করছে বাংলার মানুষ ।" এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচারবিভাগীয় মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও কিছু করতে পারবেনা । যদি আমেরিকা থেকে সেনাবাহিনী নিয়ে আসা হয় তাহলেও নির্বাচনে পরাজিত হবে বিরোধীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST