কপিলমুনি মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
Mamata Banerjee at Gangasagar: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর কপিলমুনির মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে সোমবার মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাপনার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি ৷ এরপর কপিলমুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে তিনি দেখা করেন মমতা। মহন্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়েও খোঁজ নেন ৷ এরপর পুজো দেন কপিলমুনির মন্দিরে ৷
মন্দিরে পুজোর দেওয়ার পর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দেশের দু'টি বৃহত্তম মেলা এক কুম্ভমেলা দুই গঙ্গাসাগর মেলা। মমতার দাবি, গঙ্গাসাগর মেলাকে কার্যত দুয়োরানি হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাই এই মেলার জন্য এক পয়সাও খরচা করে না ৷ 2024 সালের মেলার জন্য যেভাবে গঙ্গাসাগরকে সাজিয়ে তোলা হয়েছে তাতে এই ব্যবস্থাপনাকে ভূয়সী প্রশংসা করেন কপিলমুনি মন্দিরের মহন্ত সঞ্জয় দাস। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঙ্গাসাগর মেলায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে স্থান করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবছর মহা কুম্ভমেলা না-থাকার কারণে গঙ্গাসাগরের রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে।