Ganga Sagar Mela 2023: মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসছেন মমতা - মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসছেন মমতা
🎬 Watch Now: Feature Video
আসছে পৌষ সংক্রান্তি, শুরু হবে গঙ্গাসাগর মেলা (Ganga Sagar Mela) । মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার অর্থাৎ, আজ গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সাগর মেলার প্রস্তুতি পরিদর্শনের পর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এদিন নয়া হেলিপ্যাডেরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর ৷ এছাড়াও, বিভিন্ন দফতরের মন্ত্রীদের ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করবেন। পরে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই কপিল মুনির আশ্রম থেকে শুরু করে সমগ্র মেলাচত্বর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন মেলা প্রাঙ্গণের সমস্ত খুঁটিনাটি। করোনার দাপট না-থাকায় এবছর পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে আগেই ধারণা করেছিল রাজ্য সরকার। তাই নিরাপত্তাকে জোরদার করার পাশাপাশি স্বাস্থ্য-সহ অন্যান্য পরিষেবা নিয়ে প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের আশা, এবারে অন্তত 60-70 লক্ষ মানুষ মেলায় আসতে পারেন ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST