Holi Special Sweet: আনলিমিটেড ঘরোয়া গুলাব জামুনে জমে যাক এবারের দোল - ঘরোয়া মিষ্টি
🎬 Watch Now: Feature Video
বাজার চলতি রেডিমেড গুলাব জামুন মিক্স কিনে বানানো যদি পছন্দ না হয় বা ওই হাতে গোনা কয়েক পিসে যদি মন না ভরে তবে এবার হোলিতে বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে এই সুস্বাদু মিষ্টি বানাতে পারেন (Home Made Gulab Jamun Recipe) ৷ যাতে অনেক সাশ্রয়ও হবে আর ইচ্ছে মতো অনেক বানাতে পারবেন ৷ পেটভরে প্রিয়জনদের গুলাব জামুন খাওয়াতে আর কোনও বাধা থাকবে না (Indian Sweets) ৷ তবে ভাবছেন তো কীভাবে বানাবেন ? ইটিভি ভারত আপনার জন্য এনেছে সেই রেসিপি ৷ ঘরোয়া মিষ্টিমুখে জমে উঠুক এবারে দোল বা হোলির সেলিব্রেশন ৷ আর আপনার হাতে বানানো ঘরোয়া গুলাব জামুন প্রশংসিত হোক সবার মুখে ৷