Panchayat Election 2023: ভোট শেষে দলীয় কর্মীদের শিক কাবাব খাওয়াব, বললেন মদন - Madan Mitra

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 13, 2023, 10:58 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর পেতেই মঙ্গলবার আদ্যাপীঠে গিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ তবে এদিন মমতার থেকে তাঁকে অনেকটা দূরে থাকতেই দেখা গিয়েছে ৷ তবে মুখ্যমন্ত্রী আজ রাজনীতি নিয়ে একটি কথাও খরচ করেননি ৷ প্রথম থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন এখানে আসার উদ্দেশ্য রাজনৈতিক নয় ৷ তাই তিনি আজ রাজনীতি নিয়ে কোনও কথা বলবেন না ৷

তবে তাঁর দলের বিধায়ক সব কথাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বললেন ৷ তিনি যে এই নির্বাচন নিয়ে কতটা আশাবাদী তা তাঁর কথাতেই ধরা পড়ল ৷ এদিন দলীয় কর্মীদের শিক কাবাব খাওয়ানোর কথা বলেন মদন মিত্র ৷ তাঁর কথায়,"যারা সারাবছর খেটে মরল তারা কি কিছু ভালো মন্দ খাবে না ? আমি যেখানকার দায়িত্বে থাকব ভোট হয়ে যাওয়ার পর সেখানকার তৃণমূল কর্মীদের শিক কাবাব খাওয়াব ৷ নরম তুলতুলে শিক কাবাব ৷"

ভাঙড়ের ঘটনা প্রসঙ্গে মদন বলেন,"মার কা বদলা মার নয় ৷ শুধু মানুষের চোখের সামনে একবার পর্দাটা খুলে দেওয়া যে চোলি কে পিছে ক্যায়া হে, চোলি কে পিছে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.