Kanchenjunga Stadium: এশিয়ান ফুটবল ফেডারেশনের গাইডলাইন মেনে ভোলবদল করা হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের - ভোলবদল করা হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের
🎬 Watch Now: Feature Video
আন্তর্জাতিক মানের ধাঁচে গড়ে তোলা হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে। এবার সেই উদ্যোগ নিল রাজ্য সরকার এবং শিলিগুড়ি পৌরনিগম। শনিবার রাজ্য সরকারের পূর্ত দফতরের উচ্চপদস্থ বাস্তুকার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক সারল শিলিগুড়ি পৌরনিগম। বৈঠকের পর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেন পূর্ত দফতরের আধিকারিক এবং পৌরনিগমের কর্তারা । এশিয়ান ফুটবল ফেডারেশনের গাইডলাইন মেনে আন্তর্জাতিক মানের রূপ দেওয়া হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে এমনটাই জানান শিলিগুড়ি মেয়র গৌতম দেব।
রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অনুমোদনে ইতিমধ্যে স্টেডিয়ামের দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম। দায়িত্ব পাওয়ার পরপরই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। গৌতম দেব বলেন, "এএফসির গাইডলাইন মেনেই স্টেডিয়ামকে তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমস্ত কিছুই আন্তর্জাতিকমানের তৈরি করা হবে। স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনটিতে আন্ডার গ্রাউন্ড পার্কিং করার পরিকল্পনা রয়েছে। ডোপিং সেন্টার, প্লেয়ার, রেফারিদের রুম, জিম তৈরি করা হবে। মাঠটিও আন্তর্জাতিক মানে তৈরি করা হবে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ-সহ অন্যান্য হলগুলি বানানো হবে। মূল প্রশাসনিক ভবন ভেঙে তৈরি করা হবে।"