Madan Mitra Ramp Walk: ফুল মুডে মদন, হলুদ পাঞ্জাবিতে র্যাম্প মাতালেন কামারহাটির বিধায়ক ! - র্যাম্পে হাঁটলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
ফের ব়্যাম্প মাতালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ পরনে হলুদ পাঞ্জাবি, চোখে চশমা, সঙ্গে সুন্দরীরা ৷ তা উপভোগ করলেন দক্ষিন দিনাজপুরের বিজেপি বিধায়ক বুধরাই টুডু-সহ উপস্থিত দর্শক। সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে আয়োজন করা হয়েছিল 'মিস বনিতা 2023' । আয়োজক রেড সেল ৷ সহযোগিতায় টেক্সভো ইন্ডিয়া। সোমবার কলকাতার এক অভিজাত হোটেলে সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস বনিতা'র ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, সমাজসেবী সুভাষ বোস, ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস, ডায়টেশিয়ন শ্রেয়সী ভৌমিক সিনহা, মডেল মাধবিলতা-সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, প্রবীর গুপ্তা, কুণাল পারেখ, দেবজিত সরকার-সহ আরও অনেকে। বিজয়িনী সানা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস ও মৌলী দাস অধিকারীদের মাথায় 'মিস বনীতা 2023' মুকুট পরিয়ে দেন মদন মিত্র এবং জয় বন্দ্যোপাধ্যায় এবং গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজারের কর্নধার মধুজা দে। উল্লেখ্য, কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের উপর সেরা প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে ছিল 'মিস বনিতা'2023' ।