thumbnail

By

Published : May 25, 2023, 7:37 PM IST

ETV Bharat / Videos

kalboishakhi: জামাইষষ্ঠীতে আকাশের মুখভার, কালবৈশাখীতে লন্ডভন্ড দুর্গাপুর

জামাইষষ্ঠীর দিনও সকালবেলায় সূর্যদেবের গনগনে আঁচে দিশেহারা হয়ে গিয়েছিল প্রিয় বাঙালি । আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে ৷ সেই মতোই এদিন বিকেলেই দুর্গাপুরে নেমে এল অকাল অমাবস্যার অন্ধকার । গোটা শহরকে যেন গিলে ফেলছে কালো মেঘ । রাস্তাঘাট একেবারে ফাঁকা । মিনিট দশেকের কালবৈশাখীতে ওলট-পালট হয়ে গেল গোটা শহর । বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি । কোথাও কোথাও শিলাবৃষ্টি হল ৷ কালবৈশাখীর এই তাণ্ডবের জেরে শহরের বেশ কিছু জায়গায় ভেঙে পড়ল গাছ । কিন্তু জৈষ্ঠের প্রথম থেকেই শুরু হয়েছে কালবৈশাখীর প্রবল তাণ্ডব । এদিন যে কালবৈশাখীর সাক্ষী হয়ে থাকলেন শিল্পশহর দুর্গাপুরের মানুষ তা চলতি মরশুমে অনেকটাই বিরল । কালবৈশাখীর এই তাণ্ডবের জেরে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে ৷ খনি অঞ্চলেও এই একই ছবি দেখা গিয়েছে । কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির তাণ্ডবও ছিল চোখে পড়ার মতো ৷ 

পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসানসোল শিল্পাঞ্চলেও । শুধু আসানসোল শহর নয়, আশেপাশের কুলটি, নিয়ামতপুর-সহ আসানসোল শহরের চারপাশে এই ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় । বহু রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়েছে । অন্যদিকে ঝড়ের পর বিদ্যুতের খুঁটি উপড়ে, তার ছিঁড়ে প্রায় গোটা শহরে অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ দফতরের কর্মীরাও তৎপর হয়েছেন দ্রুত বিদ্যুৎ ফেরানোর জন্য ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.