Justice Abhijit Gangopadhyay: দুর্ঘটনাগ্রস্ত ছাত্রীকে দেখতে এসে কেঁদে ফেললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - R G Kar Hospital

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:51 PM IST

ট্রেন দুর্ঘটনার কবলে পড়া কলেজ ছাত্রীর অবস্থার কথা শুনে সোমবার তাঁকে দেখতে আরজিকর হাসপাতালে এসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে এসে সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন তিনি ৷ এদিন হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি থাকা ওই ছাত্রীকে দেখতে আসেন তিনি ৷ জানা গিয়েছে, গত 7 সেপ্টেম্বর চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন ওই কলেজ ছাত্রী ৷ ভদ্রেশ্বরের বাসিন্দা ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তড়িঘড়ি শুরু হয় অস্ত্রোপচার ৷ তাঁর একটি পা এবং অন্য পায়ের আঙুল বাদ দিতে হয়েছে ৷ খবর পেয়ে হাইকোর্ট থেকে সোজা আরজিকর হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেখান থেকে সার্জিক্যাল ডিপার্টমেন্টে এসে ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ ৷ হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন এবং এই ছাত্রীর যথাযথ যেন চিকিৎসা হয় তা দেখতে বলেন ৷ ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.