Jai Shree Ram: খেজুরিতে কুণালকে দেখেই জয় শ্রী রামের স্লোগান - মমতা বন্দ্যোপাধ্য়ায়
🎬 Watch Now: Feature Video
ঠিক এক সপ্তাহ আগে, গত শুক্রবার, হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) দেখে জয় শ্রীরাম (Jai Shree Ram) স্লোগান দিতে দেখা গিয়েছিল ৷ এবার ওই একই স্লোগান শুনলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ আজ, শুক্রবার তিনি পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার বাঁশগড়াতে একটি ক্লাবের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে হাজির হন ৷ সেখানেই তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় ৷ তবে কুণালকে এই নিয়ে মেজাজ হারাতে দেখা যায়নি ৷ বরং তিনি এগিয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে করমর্দন করেন ৷ তার পর ওই ব্যক্তিকে নতুন বছরের শুভেচ্ছাও জানান ৷ পরে দর্শকদের মধ্যে যাঁরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, তাঁদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা নেওয়ার পরামর্শও দেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST