চলছে প্রতিমা নিরঞ্জন, বিসর্জন শোভাযাত্রাতেও আলোর থিমে তাক লাগাল চন্দননগর - Jagaddhatri Puja 2023
🎬 Watch Now: Feature Video
Published : Nov 23, 2023, 7:44 PM IST
Jagaddhatri Puja 2023: চন্দননগরে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ৷ ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব ৷ যা চলবে আজ সারারাত ধরে ৷ তবে এই শেষ মুহূর্তেও আলোক মালায় থিমের বাহার দেখা গেল চন্দননগরে ৷ চলমান থ্রিডি আলোকসজ্জা ও আলোর মেকানিজিমের চমক দেখা গেল পুজো কমিটিগুলিতে । বৃহস্পতিবার দুপুর থেকেই চন্দননগরের একাধিক ঘাটে জগদ্ধাত্রীর বিসর্জন শুরু হয়ে গিয়েছে । চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির 177টি পুজো কমিটির মধ্যে 62টি পুজো কমিটি এদিন রাতের শোভাযাত্রায় অংশ নেবে । বাকি পুজো কমিটিগুলিকে সন্ধ্যার মধ্যেই বিসর্জন শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন । প্রতিটি পুজো কমিটি তাদের বিভিন্ন থিমের আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। যা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। আজ সারারাত চলবে এই নিরঞ্জন।
চন্দননগরের একাধিক বিখ্যাত আলোকশিল্পী এই সব আলোর থিম বানিয়েছেন ৷ আলোকশিল্পী অসীম দে ও দিব্যেন্দু বিশ্বাসরা জানান, আলোকসজ্জায় কল্প-পৌরাণিক জগৎ ও কমিকসের উপর থিম করা হয়েছে । এখানে আলোর মধ্যে মৎস্যকন্যা-সহ ও অন্যান্য এরকম কাল্পনিক চরিত্র, স্পাইডারম্যান, ব্যাটম্যানদের তুলে ধরা হয়েছে । পুরোটাই ইলেকট্রিক ও মেকানিক্যাল ৷ সিলিকনের মডেল ও আলোর থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে করা হয়েছে এই সব। আলো ও ডিভাইস গুলিতে কোরিয়া, জার্মানির প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে । যাতে মানুষের চোখে না-লাগে সেই চিন্তাভাবনা করেই এই কাজ করা হয়েছে । আলোর গতানুগতিক ধারা ছেড়ে অন্য রূপ দেওয়া হয়েছে । এত বড় আলোকসজ্জার গাড়ির বিদ্যুৎ খরচ 12 কিলোওয়াট । আগে যা 70 থেকে 80 কিলোওয়াট লাগত ।