Chandrayaan-3 Moon Landing: ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের বাকি আর কিছুক্ষণ ! উৎকণ্ঠা চেপে প্রস্তুত ইসরো - Chandrayaan 3 Moon Landing
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2023, 5:11 PM IST
চাঁদের বুকে জয়গাথা লিখতে চলেছে ভারত ৷ প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ডিং কী করতে পারবে চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ? উত্তর জানতে অপেক্ষা আর কিছুক্ষণের ৷ তবে এখনও পর্যন্ত চন্দ্রযান-3-এর সফল সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনওরকম বাধা নেই, জানাচ্ছে ইসরো ৷ কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ডরাবেই ৷ 2008 দেশের প্রথম চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেও ধ্বংস হয়ে গিয়েছিল ৷ 2019 চন্দ্রযান-2-এর ব্যর্থতা এখনও ভোলেনি দেশের মানুষ ৷ প্রতিদ্বন্দ্বিতা কমলেও রাশিয়ার চন্দ্রযান লুনা-25 অবতরণের পূর্বে ভেঙে পড়ার ঘটনা আশঙ্কা বাড়িয়েছে ৷ তাই এবার আরও সতর্ক দেশের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ৷
ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের প্রাক্কালে তাই চাপা উৎকণ্ঠা বিরাজ করছে ইসরোয় ৷ তবে আপাতত সব ঠিকঠাক, সংবাদ সংস্থা এএনআই'কে জানালেন বেঙ্গালুরু নেহরু প্ল্যানেটোরিয়াম সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড: আনন্দ ৷ তিনি জানালেন অবতরণের শেষ 15 মিনিট ভীষণই গুরুত্বপূর্ণ ৷ এই সময় চাঁদের পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে (800-1300 মিটার) ল্যান্ডারটি অবস্থান বদলে উল্লম্বভাবে অবস্থান করবে ৷