গুজরাতের আকাশে রং-বেরঙের ঘুড়ি, শুরু হল আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

🎬 Watch Now: Feature Video

thumbnail

International Kite Festival in Gujarat: নানা রঙে আকাশ ভরে গিয়েছে ৷ বলা ভালো, রকমারি ঘুড়ির খেলা চলছে ৷ রবিবার সকালে গুজরাতের আমেদাবাদে শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ৷ সূর্যের উত্তরায়ণ শুরুর আগে মকর সংক্রান্ত উৎসবে প্রতি বছর এই সময় ঘুড়ি উৎসবের আয়োজন করে সরকার ৷ 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত চলবে ঘুড়ি উৎসব ৷ আজ সকালে সবরমতী নদীর ধারে এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷  

12 টি রাজ্যের 68 জন জাতীয় স্তরের ঘুড়িপ্রেমী এসেছেন এই উৎসবে যোগ দিতে ৷ এছাড়া বিশ্বের 55টি দেশের 153 জন আন্তর্জাতিক ঘুড়িপ্রেমী গুজরাতের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে ঘুড়ি ওড়াবেন ৷ এছাড়া গুজরাতের 23টি শহরের 865 জন ঘুড়িপ্রেমী অংশ নিয়েছেন ৷ রামমন্দির উদ্বোধনের রেশ পৌঁছেছে এই উৎসবেও ৷ দেখা গেল রামের ছবি আঁকা ঘুড়িও ৷

নানা আকৃতির, নানা রঙের ঘুড়ি উড়ছে আজ ৷ মুখ্যমন্ত্রী নিজেও আজ ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠলেন ৷ সকাল থেকে অন্ধকার না-হওয়া পর্যন্ত ঘুড়ি ওড়ানোর এই উৎসব চলবে ৷ আমেদবাদ ছাড়াও ভাদোদরা, কেবড়িয়া, দ্বারকা, সুরাত, রাজকোট, ধোরদোতেও উড়বে ঘুড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.