Holi Celebration 2023: বসন্ত উৎসবে রঙিন মালদা, আনন্দে মাতোয়ারা সাত থেকে সত্তর

🎬 Watch Now: Feature Video

thumbnail

'আমার বিশ্রাম নীল রং-এ, আমার বিশ্রাম হলদে রংয়ে, সারাদিন রংয়েই বিশ্রাম......৷' আজ সারাদিন রং বিশ্রামেই দিন কাটাবে আমবাঙালির ৷ কোথাও আবার আগামিকালও দিনভর এই বিশ্রামের মৌতাতে চলবে দিনযাপন ৷ এই দু'দিন চৈত্রের ফাগুন রংয়ে ঝাঁপ দেবে সাত থেকে সত্তর ৷ মঙ্গলবার সকালেই সূচনা হয়ে গেল রং উৎসবের ৷ রং মিলান্তির খেলায় মুছে গিয়েছে সমস্ত ভেদাভেদ ৷ সাতের রংয়ে রঙিন সত্তরও ৷ মিলেমিশে একাকার সবাই ৷ ছুটির সকালে ঘুমের ওম শহরবাসীর ৷ ঠিক তখন হলদে-কমলা রংয়ের ক্যানভাসে উজ্জ্বল মালদা শহর (Malda Holi Celebration) ৷ কচি গলায় গৃহবাসীদের দ্বার খোলার আহ্বান ৷ তাদের সঙ্গে গলা মিলিয়েছে বড়র দলও ৷ সঙ্গে নাচ ৷ যেন রবি ঠাকুরের শান্তিনিকেতন থেকে উঠে আসা ফাগুন উৎসবের একটুকরো কোলাজ ৷ শহর ঘুরে আগুন রংয়ের মিছিল একসময় ঢুকে পড়ে শুভঙ্কর শিশু উদ্যানে ৷ সেখানে তখন অপেক্ষা করছিল অন্য ছবি ৷ নাচ-গানে দিশেহারা সবাই ৷ সময় যখন থমকে দাঁড়ায়...৷ মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানান, আজ 7মার্চ দোল পূর্ণিমা। প্রতি বছরের মতো এবছরও জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। দু'হাজারের বেশি শিল্পী উৎসবে অংশগ্রহণ করেছেন। শুধু শিল্পীরা নয়, উৎসবে সামিল হতে ছুটে এসেছেন বহু মানুষ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.