ICDS Centre Food: আইসিডিএস কেন্দ্রের ছাতুতে মিলল পোকা, বিক্ষোভ অভিভাবকদের - আইসিডিএস সেন্টার
🎬 Watch Now: Feature Video
চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া ছাতুর প্যাকেটে মিলল বড় বড় পোকা (Insect) ৷ একেবারে কিলবিল করছে জ্যান্ত পোকাগুলি ৷ স্বভাবতই ক্ষুব্ধ অভিভাবকরা ৷ বহড়ান আইসিডিএস কেন্দ্রের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের (ICDS Centre Food) মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে গ্রামবাসীদের । হরিহরপাড়া ব্লকের বিডিও রাজা ভৌমিক অবশ্য জানিয়েছেন সিডিপিওকে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । অভিভাবকদের অভিযোগ, এদিন সকালে প্রত্যেক শিশুদের এক প্যাকেট করে ছাতু দেওয়া হয় । বাড়িতে নিয়ে গিয়ে প্যাকেট খুলতেই বেড়িয়ে আসে বড় বড় পোকা । এমনকী বিষয়টি সেন্টারের কর্মী-সহায়কদের জানাতে গেলে তারাও অগ্রাহ্য করে বলেও অভিযোগ । এরপরই শুরু হয় বিক্ষোভ ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST