Independence Day 2023: বাংলায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল আনন্দ বোস - আত্মনির্ভর ভারতে
🎬 Watch Now: Feature Video
স্বাধীনতা দিবসের কয়েক ঘণ্টা আগে বাংলায় রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরাদের মতো স্বাধীনতা সংগ্রামীদেরও তিনি সোমবার স্মরণ করেন। একই সঙ্গে, আত্মনির্ভর ভারতের কথা বলে বাংলাকে আত্মনির্ভর হওয়ার স্বপ্নও দেখছেন বলেও জানান তিনি। এই আত্মনির্ভর বাংলা স্বপ্নকে পূরণে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সি ভি আনন্দ বোস।
এদিন রাত দশটা দশ নাগাদ এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, "প্রিয়, বাংলার ভাই-বোনেরা। স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমরা গান্ধিজিকে স্মরণ করি। নেতাজী সুভাষচন্দ্র বসু বাপুকে জাতির পিতা বা ফাদার অফ দ্যা নেশন বলেছিলেন। সমগ্র জাতি বাপুকে জাতির পিতা বলেছিল। ভারত যখন স্বাধীনতার দিকে অগ্রসর হচ্ছে তখন নেতাজি, মাতঙ্গিনী হাজরা, বিপিনচন্দ্র পাল, বিনয়-বাদল-দীনেশ এবং বাংলার মানুষ পায়ে পায়ে হেঁটে ছিলেন। আত্মনির্ভর ভারত এখন আমাদের লক্ষ্য। আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন। স্বাধীনতা দিবসে আসুন আমরা হাত মিলিয়ে এক সুরে বলি 'চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির'।"