Dugra Puja 2023: সমুদ্র দূষণ রোধের বার্তা নিয়ে হাজির উত্তরপাড়া বলাকা সর্বজনীন
🎬 Watch Now: Feature Video
Published : Oct 19, 2023, 10:52 PM IST
সমুদ্র দূষণ সংক্রান্ত বিষয়ে সচেতনা বাড়াতে এবার মণ্ডপ নির্মাণে নতুন ভাবনা নিয়ে হাজির উত্তরপাড়া ভদ্রকালী বলাকা সর্বজনীন ৷ ক্লাবের এবারের থিম 'ধারাযাপন' । ধারা অর্থে জল আর যাপন অর্থে বোঝানো হয়েছে জীবনচক্রকে ৷ আর তাই সমুদ্রের তলদেশের জলজপ্রানীদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই মণ্ডপ ৷ এমনটাই জানালেন ক্লাবের সদস্যরা ৷ তাঁদের মতে, দূষণ নিয়ে অনেকেই ততটা গুরুত্ব দেন না ৷ কিন্তু এই দূষণ শেষ করে দিচ্ছে গোটা পৃথিবীকে ৷ আর তাই সচেতনতা ছড়িয়ে দেওয়াটাই মূল উদ্দেশ্য় তাঁদের ৷ উত্তরপাড়ার এই ক্লাবে পুজো পা দিল 108 বছরে ৷ আর এবার তাঁদের ভাবনায় উঠে এল সমুদ্র দূষণে ৷ প্লাস্টিক কীভাবে জলজ প্রাণীর জীবন সংকটময় করে তুলছে সেই ভাবনাই ফুটে উঠেছে মণ্ডপে ৷ প্রতিবার এই পুজো কমিটি সমাজে সচেতনতার নানান বার্তা তুলে ধরে উৎসবের মাধ্যমে ৷ লক্ষ্য একটাই, আরও বেশি মানুষের কাছে তাঁদের ভাবনাকে পৌঁছে দেওয়া ৷ এবারও সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই মণ্ডপটি ৷ পঞ্চমী থেকেই প্রতিমা দর্শনের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো ৷
TAGGED:
Dugra Puja 2023