Kali Puja 2023: সাড়ে চারশো বছর আগে পাতাল ভেদ করেন দেবী, জানুন সাবর্ণ রায়চৌধুরীর কালীপুজোর অজানা কাহিনী - South 24 Parganas Kali Puja

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:39 AM IST

Updated : Nov 10, 2023, 12:31 PM IST

প্রায় সাড়ে চারশো বছর আগে পাতাল ভেদ করে উঠে এসেছিলেন দেবী। সেই থেকে জয়নগরের ময়দায় পূজিত হয়ে আসছেন পাতালভেদী দক্ষিণাকালী ৷ কালীপুজোর রাতে দেবীর পুজো ঘিরে ময়দা কালীবাড়িতে ঢল নামে হাজার মানুষের ৷ এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা সাবর্ণ রায়চৌধুরী ৷ পুজোকে ঘিরে রয়েছে বেশ কিছু গল্প। 

কথিত আছে, জঙ্গলে ঘেরা এই পথ দিয়ে বাণিজ্য করতে যেতেন রাজা ৷ একদিন নদীর ধারে একটি বকুল গাছের ডালে এক বালিকাকে দোল খেতে দেখেন ৷ তাকে দেখে আশ্চর্য হন রাজা ৷ বালিকার খোঁজ শুরু করলেও তার দেখা আর পাননি রাজা ৷ পরে তিনি স্বপ্নাদেশ পান, ওই বকুল গাছের কাছেই মাটির নীচে রয়েছেন দেবী দক্ষিণাকালী ৷ নির্দিষ্ট সময়ে তিনি পাতাল ভেদ করে উঠবেন ৷ রাজাকে তাঁর পুজোর ব্যবস্থা করতে হবে ৷ তারপরই এই মন্দিরের প্রতিষ্ঠা করেন রাজা সাবর্ণ রায়চৌধুরী ৷

প্রচলিত আছে, রাজা শিলাকে টেনে তোলার চেষ্টা করেছিলেন ৷ এমনকী, হাতি দিয়েও তোলার চেষ্টা হয়েছিল ৷ কিন্তু ফল হয়নি ৷ নির্দিষ্ট সময়ে নিজে থেকেই মাটি ভেদ করে উপরে উঠে আসে শিলা ৷ সেই শিলাকেই দেবীরূপে পুজো হয় ৷ আবার কথিত আছে, অতীতে ময়দানব এই দেবীর পুজো করতেন ৷ তাই এই এলাকার নাম ময়দা ৷ রাজা সাবর্ণ রায়চৌধুরীর দেখা সেই বকুল গাছ এখনও রয়েছে মন্দিরের এক প্রান্তে ৷

Last Updated : Nov 10, 2023, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.