KIFF 2022: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে স্টুডিও পাড়ায় ছুটি, ঘুরে দেখল ইটিভি ভারত
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার শুরু হল 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। উদ্বোধনী উৎসবে প্রতিবারের মতো এবারও ছিল চাঁদের হাট। অমিতাভ বচ্চন থেকে শুরু করে কিং খান, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, মহেশ ভাট আরও অনেকেই ছিলেন এই চাঁদের হাটে ৷ ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় জুন মালিয়া ও সাহেব। এই অনুষ্ঠানের জন্য আজ সিনেমা, সিরিয়াল, ওয়েবের শ্যুটিং বন্ধ। আর্টিস্ট থেকে টেকনিশিয়ান গিল্ডের অনেকেই নিমন্ত্রণ পেয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার। যদিও এই শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ এসেছে গতকালই। স্টুডিও পাড়ায় এখন কী পরিস্থিতি তা খোঁজ নিয়ে দেখলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST