রামোজি ফিল্ম সিটিতে এল ভগবান শ্রীরামের পবিত্র পদচিহ্ন - শ্রীরামের পবিত্র পদচিহ্ন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 11:08 PM IST

Footprints of Shri Ram at Ramoji Film City: 22 জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে অপেক্ষায় সারাদেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে রামলালার মূর্তি নিয়ে গিয়ে গর্ভগৃহে স্থাপন করবেন । পুজোর জন্য কাশী থেকে আসছেন 50 জন ব্রাহ্মণ ৷ রামলালার মূর্তি স্থাপনের জন্য সময় ধার্য করা হয়েছে মাত্র 84 সেকেন্ড । মন্দির ট্রাস্ট সেই ভগবান শ্রী রামের পায়ের ছাপ তৈরি করেছিল । অযোধ্যায় পৌঁছনোর আগেই ভক্তেরা সেই পায়ের ছাপ দেখতে পাচ্ছে । তারই অংশ হিসেবে পায়ের ছাপ এল রামোজি ফিল্ম সিটিতে । 

ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরী তাঁর মাথায় ভগবান শ্রী রামের পায়ের ছাপ নিয়ে আসেন । এরপর নিষ্ঠাভরে পুজো ও অন্যান্য অনুষ্ঠান হয় । প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ভক্তিভরে ভগবান শ্রী রামের পবিত্র পদচিহ্ন পরিদর্শন করেন । এই পায়ের ছাপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল হায়দরাবাদের বোয়নাপল্লির ধাতব কারিগর পিত্তমপল্লী রামালিঙ্গ চারিকে । পায়ের ছাপগুলি পাঁচটি ধাতু ব্যবহার করে তৈরি করা হয়েছিল এবং এটির ওজন 13 কেজি । 22 তারিখ অযোধ্যা রাম মন্দিরে শ্রী রামের পবিত্র পদচিহ্নগুলি স্থাপন করা হবে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.