Kumari Puja: নারী নির্যাতন-কন্যাভ্রুণ হত্যার বিরুদ্ধে দুর্গাপুরে পঞ্চ কুমারীর পুজো
🎬 Watch Now: Feature Video
মহানবমী তিথিতে দুর্গাপুরের আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে আয়োজিত হল কুমারী পুজো । মন্দিরের সেবাইত স্বপ্নাদেশ পেয়ে এবার পঞ্চ কুমারী পুজোর আয়োজন করেন । মৃন্ময়ী মায়ের পাশাপাশি পুজিত হন চিন্ময়ী মা ৷ পুজো করার সঙ্গে সঙ্গে এই মন্দির থেকে বার্তা , " বিশ্বজুড়ে বন্ধ হোক নারী নির্যাতন, বন্ধ হয়ে যাক চিরতরে কন্যাভ্রুণ হত্যা।" ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘের এবারে দুর্গোৎসব 13তম বর্ষে পদার্পণ করল । এবারে মণ্ডপ সজ্জা করা হয়েছে কামরূপ কামাখ্যার মন্দিরের আদলে । অন্যান্য জায়গায় অষ্টমী তিথিতে কুমারী পুজা হলেও এখানে স্বপ্নাদেশ পাওয়ায় নবমী তিথিতে হয় কুমারী পুজো ।
মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমৃতদাস মহারাজ এই মন্দিরের দুর্গাপূজাকে সর্বজনীন রূপ দিয়েছেন । ইন্দ্রপ্রস্থ, পূর্বাচল আবাসন, ঋষি অরবিন্দ নগর-সহ আশপাশের বহু এলাকার বাসিন্দারা এই মন্দিরে পুজোয় সামিল হন । সারা বছর মন্দিরে দুর্গা প্রতিমা বিরাজ করেন । নিত্য সেবা পান উমা । তবে এখানে কুমারী পুজোর একটি অভিনবত্ব রয়েছে । এই মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমৃতদাস মহারাজ স্বপ্নাদেশ পাওয়ার পর সেই বছর কতজন কুমারী মাতা পূজিতা হবে, তা নির্ধারিত হয় । এ বছর স্বপ্নাদেশ পেয়েই সপ্তপীঠের মন্দিরে তৈরি হয় কামরূপ কামাখ্যার মন্দিরের আদলে মণ্ডপ । এমনটাই দাবি করেছেন শ্রী শ্রী অমৃতদাস মহারাজ । তিনি জানান, বৈদিক রীতিনীতি মেনেই এই পুজোর আয়োজন করা হয় ।