Fishing Vessel Capsized: বঙ্গোপসাগরে ডুবছে মৎস্যজীবীদের ট্রলার, কোনওরকমে প্রাণে রক্ষা
🎬 Watch Now: Feature Video
মরশুম পড়তেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা ৷ ট্রলার ডুবির ঘটনা হামেশাই ঘটে ৷ সেইরকমই বৃহস্পতিবার ইলিশের খোঁজে দক্ষিণ 24 পরগনার 8 জন মৎস্যজীবী গঙ্গাসাগর থেকে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল ৷ বঙ্গোপসাগরে ঢুকতেই বিপদের মুখে পরে তাঁদের মা শীতলা ট্রলার ৷ মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ে ঘটে বিপত্তি ৷ ঢেউয়ের আঘাতে ট্রলারের পাটাতন ছিদ্র হয়ে জল ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যে গভীর সমুদ্রে ডুবতে শুরু করে ট্রলারটি ৷ ট্রলারের থাকা কাঠের পাটাতন আগলে ধরে কোনওমতে ভেসে থাকার চেষ্টা করেন আটজন মৎস্যজীবী । সাহায্যের জন্য মৎস্যজীবীদের আর্তনাদ শুনে এগিয়ে আসে সমুদ্রে মাছ ধরতে আসা অপর এক মৎস্যজীবীদের ট্রলার । তাঁরাই উদ্ধার করেন বিপর্যস্ত মৎস্যজীবীদের ৷
কমবেশি আহত অবস্থায় ওই সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ হরেকৃষ্ণ ভুঁইঞা নামে এলাকাবাসী বলেন, "গতকাল রাতে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল । উত্তাল ঢেউ ও দমকা হাওয়ার কারণে ট্রলারের পাঠাতন ছিদ্র হয়ে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে । মৎস্যজীবীদের চিৎকার শুনে উদ্ধার কার্যে এগিয়ে আসে অন্যান্য মৎস্যজীবী ট্রলার ।"